ঝালকাঠি বিএনপি ৩টি গ্রুপে আলাদা শহীদ জিয়ার মৃত্যু বার্ষিকী পালন – চমক দেখালেন কিবরিয়া

ঝালকাঠি সংবাদদাতা ॥ ঝালকাঠিতে ত্রি-বিভক্ত বিএনপি আলাদা কর্মসূচীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বাষির্কী পালন করেছে। এর মধ্যে ব্যাপক নেতাকর্মী সমাগম, শোক র‌্যালী, কাঙ্গালী ভোজসহ নানা আয়োজন করে চমক দেখালেন বিএনপি নেতা মিঞা আহমেদ কিবরিয়া

বুধবার জিয়ার ৩১তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি নানা কর্মসূচীর আয়োজন করে। এর মধ্যে শোক র‌্যালীতে ৫-৭ সহস্রাধিক লোকের আয়োজনে শহরে স্মরনকালের এক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জেলা শহরে দীর্ঘদিন পর বিএনপি নেতা কিবরিয়ার নেতৃত্বে র‌্যালী ও জিয়ার ভাষন প্রচারে নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য পেয়েছে। কিবরিয়ার নেতৃত্বে এ ধরনের আয়োজনকে অনেকে একে কিবরিয়ার চমক বলে মন্তব্য করেছেন।

কিবরিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত শোক র‌্যালীতে অংশ নেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মন্টু, সহ-সভাপতি এ্যাড. সৈয়দ হোসেন, এ্যাড. মমিন উদ্দিন খলিফা, নূরে আলম গিয়াস, জেলা আইনজীবী সমিতির সভাপতি হুমায়ুন কবীর বাবুল, সভাপতি সাধারন সম্পাদক এ্যাড. শাহাদাত হোসেন, আ. আজিজ খলিফা, এ্যাড. নূর হোসেন, সাংগঠনকি সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, এ্যাড. রবিউল হাসান তুহিন, সরদার এনামুল হক এলিন, সৈয়দ দেলোয়ার হোসেন, অনাদি দাস, নাসির উদ্দিন তালুকদার, শবনম বিউটি, মতিয়া মাহফুজ জুয়েল, শ্রমিক নেতা টিপু সুলতান, ছাত্রদল নেতা এনামুল হক সাজু, মিজানুর রহমান মুবিন ও তাজুল ইসলাম প্রমুখ।

কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, জিয়াউর রহমানের ভাষন প্রচার, চিত্রাংকন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, শোক র‌্যালী ও দুপুরে দোয়া মোনাজাত শেষে দূ:স্থদের মাঝে খাবার বিতরন। সকল কর্মসূচী জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর উদ্বোধন করেন।

এদিকে শহরের কামারপট্টিস্থ টি আহমেদ ও আমতলা রোডস্থ ইলেন ভূট্টো সমর্থিত বিএনপির একটি গ্রুপ দোয়া মোনাজাতের আয়োজন করে।