ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ২০১২ বরিশালে সিভিল সার্জনের সাংবাদ সম্মেলন

 

বরিশাল সংবাদদাতা ॥ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালনের উদ্দেশ্যে বরিশালে সিভিল সার্জন কর্তৃক সংবাদ সন্মেলন করা হয়েছে। সম্মেলনে বলা হয়েছে ২জুন ৬মাস থেকে ১১মাস বয়স পর্যন্ত শিশুদের ১,০০,০০০আই ইউ ক্ষমতা সম্পন্ন একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

১২থেকে ৫৯ মাস বয়সের শিশুদের ২.০০,০০০ আই ইউ ক্ষমতা সম্পন্ন ২৪-৫৯ মাস বয়সের শিশুদের ৪শ মি.গ্রাম ক্ষমতা সম্পন্ন কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি পালিত হবে। প্রতি কেন্দ্রে ৩জন স্বেচ্ছাসেবক, প্রতি ওয়ার্ডে ২জন করে মাঠকর্মী এবং ১জন প্রথম সারির সনুপারভাইজার এ কর্মসূচিতে দায়িত্ব পালন করবেন।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে প্রচারের জন্য স্ব-স্ব এলাকায় নিয়মিত মাইকিংসহ মসজিদ থেকে মাইকিং করা হবে জানিয়েছেন সিভিল সার্জনের কার্যালয়ের ডাঃ এটি এম মিজানুর রহমান।