আগৈলঝাড়ায় সাব-রেজিষ্টারের অপসারনের দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় সাব-রেজিষ্টারের অপসারনের দাবিতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান। আজ বৃহস্পতিবার আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ মহাপরিদর্শক (নিবন্ধন) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপি থেকে জানাগেছে, আগৈলঝাড়া উপজেলা সাব-রেজিস্টার হিসেবে মশিউর রহমান সম্প্রতি আগৈলঝাড়ায় যোগদান করেন। তিনি কর্মস্থলে যোগদানের পরই স্থানীয় দলিল লেখকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও অনৈতিকভাবে উৎকোচ দাবি করে আসছিলেন। দলিল লেখকরা তা দিতে অপরাগতা প্রকাশ করায় দলিল রেজিস্টির জন্য ক্রেতা-বিক্রেতার সঠিক কাগজপত্রাদি দেবার পরও সাব-রেজিষ্ট্রার অতিরিক্ত টাকা আদায়ের জন্য বিভিন্ন ছল ছুতা খুজে দলিল ফেরত দেয়া শুরু করেন। একারনে আগৈলঝাড়া দলিল লেখক সমিতি সাব-রেজিস্টারের অনৈতিক কাজের বিরুদ্ধে ২৭ জন দলিল লেখক গত ২৭ মে থেকে অনির্দিষ্টকালের কর্মসূচীর মধ্যে দলিল লেখা থেকে বিরত থাকেন। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া দলিল লেখক সমিতির সভাপতি মাধব চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মো, জালাল মোল্লা ও সাংগঠনিক সম্পাদক নিরাঞ্জন মন্ডলের নেতৃতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাসের কাছে সাব-রেজিস্টার মশিউর রহমানের অপসারনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। বরিশাল জেলা রেজিস্টার, উপজেলা চেয়ারম্যান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যার অনুলিপি দেয়া হয়েছে।