বরিশালের অভ্যন্তরীন ছয় রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল ও ঝালকাঠী বাস মালিক সমিতির বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীন ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা এ কর্মসূচী ঘোষনা করায় বরিশাল থেকে ঝালকাঠি, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা, পিরোজপুর ও খুলনাতে কোন বাস চলাচল করছেনা। ফলে এসব রুটে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এনিয়ে বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক ও র‌্যাব-৮’র উপ-পরিচালক বৈঠকে বসলেও এ রির্পোট লেখা পর্যন্ত (বিকেল চারটা) কোন সমাধান হয়নি। বরিশাল মলিক সমিতি সূত্রে জানা গেছে, তারা পূর্বের ন্যায় নলছিটি রুটে গাড়ি চলাচল অব্যহত রাখা এবং সময়সীমা বৃদ্ধি করতে চাইলে ঝালকাঠি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের আপত্তি জানায়। ওই রুটে বরিশালের বাস চলাচল করায় গত তিনদিন ধরে ঝালকাঠী বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা বাঁধা সৃষ্টি করছে। এ বিরোধের জেরধরে গত বুধবার (৩০ মে) ঝালকাঠি জেলার রায়াপুর নামকস্থানে সুগন্ধা পরিবহনের একটি বাস ভাংচুর করা হয়। এসময় চালক ও হেলপারকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতির কতিপয় সদস্যরা। তারা আরো জানায়, এ ঘটনার সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত ছয় রুটে বাস চলাচল অনিদৃষ্টকালের জন্য বন্ধ থাকবে।