শোকার্ত সারাদেশ ॥ পালিত হয়েছে জাতীয় শোক দিবস

বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ঘটনা। ভয়াবহ অগ্নিকান্ডে এত লাশের মিছিল দেশবাসী দেখেননি কখনো আগে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রান হারানোদের জন্য আজ শনিবার রাষ্ট্রীয়ভাবে সারাদেশে পালন করা হলো জাতীয় শোক দিবস। গত মঙ্গলবার রাজধানীর বেগুনবাড়িতে ভবন ধসে ২৫ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনার একদিন পরই বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুরান ঢাকার নিমতলী এলাকার কায়েতটুলিতে ভয়াবহ অগ্নিকান্ডে  জাতি আজ স্তব্দ হয়ে পরে।
অগ্নিকান্ডের ঘটনায় সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৪৩/৩ নম্বার বাড়ি থেকে। এ বাড়ির তৃতীয় তলায় একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সকলেই মারা যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১১৭ জন মারা গেছে। আহত হয়েছে প্রায় দু’শতাধিক। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের স্পিকার এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন।

তাদের সাথে Gournadi.Com-এর পক্ষ থেকে আমরাও অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একই সাথে শোকার্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।