জাপানের তশিফুমি সেরিজাওয়া গৌরনদীতে

নিজস্ব সংবাদদাতা ॥ সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ রুর‌্যাল ডেভেলপমেন্ট প্রজেক্ট ও প্রকল্প পরিদর্শনে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় এসেছেন সিনিয়র এ্যাডভাইজার ওয়াল্ডল্যান্ড রিসোর্স সাইন্স জাপানের প্রতিনিধি তশিফুমি সেরিজাওয়া।

এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ রুর‌্যাল ডেভেলপমেন্ট প্রজেক্টের ইন্টরন্যাশনাল বিশেষজ্ঞ ড. এ.আর.এম মমতাজউদ্দিন, বে-সরকারী মানবিক সংস্থা পদক্ষেপের ম্যানেজার মোঃ ছিদ্দিকুর রহমান। তাদের প্রকল্প কাজের সার্বিক সহযোগীতা করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

গত ৩১মে বিকেলে প্রকল্প পরিদর্শন শেষে জাপানি তশিফুমি সেরিজাওয়া ওইদিন সন্ধ্যায় মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পর্যবেক্ষন করে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও তশিফুমি সেরিজাওয়া মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভূয়ষি প্রশংসা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাহতাব হোসেন, ইউপি সদস্য হারুন-অর রশিদ হাওলাদার, সুলতান হোসেন ফকির, চাঁনমনি দেওয়ান, কামাল হোসেন সরদার, জাফর মৃধা, রাহিমা বেগম, স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল হোসেন মোল্লা, হাসান সরদার প্রমুখ।