নিজস্ব সংবাদদাতা ॥ দীর্ঘ ২০ দিনের অসহনীয় তাপদাহের পর অবশেষে শুক্রবার বরিশালসহ বিভিন্ন উপজেলায় স্বস্তির বৃষ্টি নেমেছে। বেলা বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত একটানা বর্ষণে জনজীবনে স্বত্তি ফিরে এসেছে। ফলে বৃষ্টির পানিতে ভিজে অনেকেই আনন্দ উপভোগ করেছেন। প্রচন্ড তাপদাহের সাথে পাল্লা দিয়ে ডায়রিয়ার রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছিলো। এ বৃষ্টির কারনে এসব রোগ এখন অনেকটাই হ্রাস পাবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। একইসাথে বিদ্যুতের লোডশেডিংও অনেকটা কম হবে বলে জানিয়েছেন স্থানীয় বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা।