হিন্দু বিবাহ নিবন্ধন আইন কার্যকর করার দাবীতে সংবাদ সম্মেলন

 

ঝালকাঠি সংবাদদাতা ॥ হিন্দু বিবাহ নিবন্ধন আইন ঐচ্ছিকের পরিবর্তে বাধ্যতামূলক করার দাবিতে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। ষ্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট’র আয়োজনে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধি, নাগরিক সংগঠন, পুরোহিত ও হিন্দু কমিউন্যিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংস্থার হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুফিয়া কামাল ফেলো রমলা দেবনাথ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারন সম্পাদক মানিক রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি নাগরিক ফোরাম আহবায়ক আহমেদ আবু জাফর, ঝালকাঠি পুরোহিত সমিতির সভাপতি বিপুল চক্রবর্তী, সাধারন সম্পাদক বিজয় ভট্টাচায্য, মুক্তিযুদ্ধ গবেষনা কেন্দ্রের আহবায়ক শ্যামল সরকার, কাউন্সিলর নাছিমা কামাল, সাবেক কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, সাংবাদিক কাজী খলিলুর রহমান, শফিউল ইসলাম সৈকত, জহিরুল ইসলাম জলিল, অলোক সাহা ও এসএম রেজাউল করিম প্রমুখ।