দৈনিক আমার দেশ বন্ধের প্রতিবাদে ॥ বাবুগঞ্জে পাঁচ উপজেলার সাংবাদিকদের মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধের প্রতিবাদে আজ রবিবার সকালে বাবুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে বরিশাল, গৌরনদী, বাবুগঞ্জ, উজিরপুর, মুলাদী, আগৈলঝাড়ার কর্মরত সাংবাদিকরা অংশগ্রহন করেন। সকাল ১১টা থেকে সাড়ে ১১ পর্যন্ত মহাসড়কের দু’পাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শেষে বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি এইচ.এম জসিমের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোশারফ হোসেন, আমার দেশ-পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্ট নিকুঞ্জ বালা পলাশ, বাংলাদেশ গ্রামীন সাংবাদিক সংগঠন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওমর আলী সানি, উজিরপুর প্রেসক্লাবের এমদাদুল কাসেম সেন্টু, মুলাদী প্রেসক্লাবের হুমায়ুন কবির, বাবুগঞ্জ প্রেসক্লাবের শাহজাহান খান, হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, আরিফ হোসেন প্রমুখ। বক্তারা দৈনিক আমার দেশ পত্রিকার মতো জনপ্রিয় পত্রিকা বন্ধ করে দেয়ায় দেশের সহাস্রাধীক সাংবাদিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে উল্লেখ করেন। তাই অবিলম্বে এই সংবাদ মাধ্যমটি চালু করার দাবি করা হয়। বক্তারা আরো বলেন অবিলম্বে আমার দেশসহ বন্ধ করে দেয়া গণমাধ্যগুলো পুর্নরায় চালু করা না হলে সংবাদ কর্মীদের আন্দোলন রাজপথে ছড়িয়ে পড়বে।