কোটি টাকা রাজস্ব আদায়ের কৌশল নিয়ে মাঠে নেমেছে বরিশাল সিটি কর্পোরেশন

নিজস্ব সংবাদদাতা ॥ কোটি টাকার রাজস্ব আদায়ের মিশন নিয়ে মাঠে নেমেছে বরিশাল সিটি কর্পোরেশন। চলতি মাসের মধ্যেই এ টার্গেট পুরনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসি কর্তৃপক্ষ। অটোরিক্সা ও চালক লাইসেন্স নবায়ন ফি বাবদ এ টাকা আদায় করবে বিসিসি।

জানা গেছে, নগর ভবনে অনুষ্ঠিত বিসিসির ৮ম সভায় নগরীতে চলাচলকারী ১ হাজার ২’শ ৯০ টি অটোরিক্সার ও চালকের লাইসেন্স নবায়ন সম্পর্কে প্রস্তাব উপস্থাপন করে সময় বেঁধে দেয়া হয়। সেমতে চলতি মাসের মধ্যেই লাইসেন্স ও নবায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রতি অটোরিক্সা নবায়বায়ন ফি নেয়া হচ্ছে সাড়ে ৪ হাজার টাকা। আর চালক লাইসেন্সের ক্ষেত্রে দেড় হাজার টাকা। এ পর্যন্ত হাজার খানেক অটোরিক্সার লাইসেন্স নবায়ন করা হলেও চালক লাইসেন্স নবায়ন করা হয়েছে মাত্র শতাধিক। সিটি কর্পোরেশন ইতোমধ্যে তাদের মিশনের অর্ধ কোটি টাকা আদায় করতে সক্ষম হয়েছে। এদিকে বাকি ২৯’শ চালক লাইসেন্স নবায়ন করতে এখন মহাব্যস্ত বিসিসির সংশ্লিষ্ট বিভাগ।

বিসিসির লাইসেন্স শাখার কর্মকর্তা কামাল উদ্দিন জানান, বর্তমানে অটোরিক্সা কিংবা চালক লাইসেন্সের ব্যাপক চাহিদা রয়েছে। চলতি জুন মাসের মধ্যে যে সমস্ত অটো রিক্সা কিংবা চালক লাইসেন্সের নবায়ন করা হবে না সেগুলোকে বাতিল বলে গন্য হবে।