বরিশালে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে সভা

নিজস্ব সংবাদদাতা ॥ মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসা শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা শনিবার সকালে বরিশালে অনুষ্ঠিত হয়েছে।

বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বরিশাল মহানগর ও জেলার উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুন নূর। বিশেষ অতিথি ছিলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালেহ আহমেদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুর রব। বক্তব্য রাখেন মাওঃ নজরুল ইসলাম, মোঃ ইব্রাহিম খান, আবু সাইয়েদ কামেল কাওসার, মাওঃ আব্দুল গনি, মাওঃ আলতাফ হোসেন, মাওঃ আনছার উদ্দিন, মাওঃ সুলতান, মাওঃ আতিকুর রহমান প্রমুখ। সভায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষকদের শিক্ষাদানে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন। এছাড়াও তিনি বরিশালের বিভিন্ন মাদ্রাসার পরিচালনা সংক্রান্ত সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।