বরিশালে বিআরটিএ’র র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা ॥ সড়ক দুর্ঘটনা হ্রাস করতে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ)’র আয়োজনে গতকাল রবিবার সকালে বরিশালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে দশটায় আঞ্চলিক কার্যালয় থেকে র‌্যালী বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। শেষে অশ্বিনী কুমার টাইন হলে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। মেয়র তার বক্তব্যে উপস্থিত পরিবহন শ্রমিক নেতা এবং গাড়ি চালকেদের প্রতি অনুরোধ করে বলেন, অন্তত বরিশালে যেন সড়ক দুর্ঘটনায় কারো মৃত্যু না হয়। সে লক্ষ্যে চালকরাই প্রধান ভূমিকা পালন করতে পারেন।

অনুষ্ঠানের মূলপ্রবন্ধ উপস্থাপন পাঠ করেন, বিআরটিএর উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন উপ-মহা পুলিশ পরিদর্শক ডাঃ মোঃ আব্দুর রহিম ও বরিশাল মোট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাসমুদ্দিন।