গৌরনদীতে মধু মেলা

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী॥ ঝরে পড়া শিশুদের স্কুলগামী করার লক্ষে গতকাল রবিবার সকালে বরিশালের গৌরনদীতে মধু মেলার আয়োজন করে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল হোসেন মিয়া।
মেলায় আগত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধু মাসের বিভিন্ন ধরনের ফল দিয়ে আপ্যায়ন করা হয়। টরকী বন্দর আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুল মাঠে আয়োজিত মধু মেলায় আম, কাঁঠাল, পেঁপে, জাম, কলা, লিচুসহ মধু মাসের বিভিন্ন ধরনের ফলের স্টল বসানো হয়। ঝরে পড়া শিক্ষার্থীদের ও অভিভাবকদের উদ্বুদ্ধ করতে মেলা প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মাকসুদা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা ও বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গ্রামীন ব্যাংকের গৌরনদী এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, টরকী বন্দর বনিক সমিতির সাধারন সম্পাদক রাজু আহম্মেদ হারুন, মহিউদ্দিন সিকদার, এনায়েত খান, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পৌর কাউন্সিলর জাকির হোসেন শরীফ প্রমুখ। শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের মধু মাসের বিভিন্ন ধরনের ফল দিয়ে আপ্যায়ন করানো হয়।