বরিশালে এমপি’র ভাইয়ের দখলে থাকা জমি দখলে নিয়েছে আ’লীগ নেতা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর কাশিপুরের গণপাড়া এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িসহ বিপুল পরিমান জমি দীর্ঘদিন ধরে দখলে রেখেছিলো বরিশাল সদর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের ভাই মিজানুর রহমান অহিদ। মঙ্গলবার সংখ্যালঘুদের দখলকৃত সম্পত্তি জবর দখল করেছে স্থানীয় আওয়ামীলীগ নেতা স্বপন চন্দ্র বিশ্বাস। মিজানুর রহমান অহিদ জানান, ২০০৬ সলে তিনি ৪ একর ২০ শতক জমি সোলায়মান নামের এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন। গত ২০ এপ্রিল ক্রয়কৃত জমি মাপ-ঝোপ করতে গেলে বিমানবন্দর থানা পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় তার লোকজনের ওপর পুলিশ নির্যাতন চালায়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ ওই জমি অহিদ দখলে রাখার জন্য দীর্ঘদিন যাবত সেখানে অস্থায়ী ভাবে ঘরবাড়ি তৈরী করে তার লোকজনকে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে স্বপন তার দলবল নিয়ে অস্থায়ী বাড়িঘর ভাংচুর করে তাদেরকে উচ্ছেদসহ জমিটি জবর দখল করে। অহিদ অভিযোগ করেন, স্বপন ও তার লোকজনের হামলা ও ভাংচুরের সময় বিমানবন্দর থানা পুলিশকে খবর দেয়া হলেও থানার ওসি রহস্যজনক ভূমিকা পালন করেন।

স্বপন বিশ্বাস জমি দখলের অভিযোগ অস্বীকার করে জানান, তিনি হিন্দু সম্প্রদায়ের জমি পুনরুদ্ধার করেছেন। তিনি (স্বপন) অভিযোগ করে বলেন, গণপাড়া এলাকার ৪ একর ২০ শতক জমিতে শ্রীশ্রী কালিমাতার মন্দির ও শীতলা মন্দিরসহ বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি রয়েছে। রাতের অন্ধকারে ওই জমির কিছু অংশ অহিদ দখল করে গত ২০ এপ্রিল তার দলবল নিয়ে প্রতিবেশীদের এলাকা ছাড়ার হুমকি দেয়।

এ ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি সাধারন ডায়েরী করা হলেও ওসি সাখাওয়াত হোসেন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অবশেষে সাংবাদিক সম্মেলন করে সিটি মেয়র শওকত হোসেন হিরন ও আইজিপির কাছে স্মারকলিপি পাঠিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বাধ্য হয়েই জমি পুনরুদ্ধারের জন্য আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজনে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছি। তবে সেখানে কোনো দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।