জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত বিচারক বরিশালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে তদন্ত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুঞ্জয় মিস্ত্রীর বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা জেলা ও দায়রা জজ কে.এম সলিমুল্লাহর নিকট বুধবার জবানবন্দি দিয়েছেন অভিযোগকারী আইনজীবী এ্যাডভোকেট বশির আহমেদ সবুজ।

তিনি মৃত্যুঞ্জয় মিস্ত্রীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করে বিভিন্ন কটুক্তিমূলক মন্তব্য আদালত চলাকালীন অবস্থায় করেছেন বলে ওই আইনজীবী লিখিত ও মৌখিক বক্তব্যে জেলা ও দায়রা জজকে জানিয়েছেন। মৃত্যুঞ্জয় মিস্ত্রীর বিরুদ্ধে তদন্তের জন্য হাইকোর্ট বরিশালের জেলা ও দায়রা জজকে অতিসম্প্রতি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। সে অনুযায়ী বুধবার অভিযোগকারী আইনজীবী ও অভিযুক্ত বিচারক মৃত্যুঞ্জয় মিস্ত্রীর জবানবন্দি গ্রহণ করেছেন। জেলা ও দায়রা জজ কে.এম সলিমুল্লাহ জানান, খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন উচ্চ আদালতে জমা দেয়া হবে।