আজ শুক্রবার নিয়োগ পরীক্ষা – আগৈলঝাড়ায় শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে চরম দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে গতকাল বৃহস্পতিবার স্কুল ম্যানেজিং কমিটির তিনজন সদস্য গৌরনদী প্রেসক্লাবে লিখিত আবেদন করেছেন। আজ শুক্রবার সকালে ওই স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষার আয়োজন করা হয়েছে।

লিখিত অভিযোগে জানা গেছে, ওই স্কুলের কম্পিউটার, লাইব্রেরীয়ান ও মুসলিম ধর্মীয় শিক্ষক নিয়োগে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপেন্দ্রনাথ সরকার ও তার লোকজনে প্রধান শিক্ষককে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে মোটা অংকের টাকা উৎকোচের বিনিময়ে অদক্ষ শিক্ষক নিয়োগের জন্য মরিয়া হয়ে ওঠেন। মোটা অংকের টাকা উৎকোচের বিনিময়ে অদক্ষ শিক্ষক নিয়োগের ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জিতেন্দ্র নাথ ঘটক, সুরেশ মজুমদার ও রনজিৎ ভক্ত বাঁধা প্রদান করেন। এনিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি উপেন্দ্রনাথ সরকারের সাথে বাকবিতন্ডা বাঁধে। একপর্যায়ে তিনি (সভাপতি) কমিটির সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চ্যালেঞ্চ ছুঁড়ে দিয়ে বলেন, আজ শুক্রবার (৮ জুন) যাহা কিছুর বিনিময়েই হোক না কেন তার পছন্দ সই শিক্ষকদের নিয়োগ পরীক্ষা গ্রহনসহ তাদের ওই স্কুলে নিয়োগ করবেন। উপায়অন্তুর না পেয়ে ম্যানেজিং কমিটির সদস্যরা অর্থের বিনিময়ে অদক্ষ শিক্ষক নিয়োগ বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উৎকোচের বিনিময়ে সভাপতি কর্তৃক অদক্ষ শিক্ষক নিয়োগের বিষয়টি আমি লোকমুখে শুনেছি। তিনি আরো বলেন, প্রধান শিক্ষক ব্যতিত কিভাবে একক সিদ্ধান্তে ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক নিয়োগ করবেন এ বিষয়ে আমার জানা নেই। ম্যানেজিং কমিটির সদস্য রনজিৎ ভক্ত জানান, শুক্রবারের নিয়োগ বাতিল করা না হলে তারা আদালতে মামলা দায়ের করবেন।