সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলায় বরিশালে এমপি’র ভাইয়ের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

নিজস্ব সংবাদদাতা ॥ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সদর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের ভাই এস.এম মিজানুর রহমান অহিদসহ ৭ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

কাশিপুরের গণপাড়া এলাকার বাসিন্দা মৃনাল কান্তি বিশ্বাস আদালতে অভিযোগ করেন অহিদ ও তার দলবল গত ৫ জুন বেলা ১১টায় সেখানকার সংখ্যালঘু একাধিক পরিবারের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও ঘরবাড়ি লুটপাট করে। বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে অহিদ দীর্ঘদিন যাবত মামলার বাদির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদার টাকা না দেয়ায় অহিদ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়। তারা ঘরের আসবাবপত্র ভাংচুরের সময় সংখ্যালঘূ সম্প্রদায়ের নারীদের শ্লীলতাহানী ঘটায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। দ্রুত বিচার আদালতের বিচারক জাহিদুল কবির এজাহারটি রেকর্ড করার জন্য বিমানবন্দর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, নগরীর কাশিপুরের গণপাড়া এলাকার ৪ একর ২০ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবত অহিদের সাথে স্থানীয় সংখ্যালঘূ সম্প্রদায়ের বিরোধ চলে আসছে।