গৌরনদীতে ছাত্রলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আল-আমিন হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে গৌরনদী থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও যুবলীগ নেতা আল-আমিন হাওলাদার জানান, বৃহস্পতিবার রাত দেড় টার দিকে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র গ্রামের বাড়ি আগৈলঝাড়া উপজেলার সেরাল থেকে মটরসাইকেল যোগে তিনি গৌরনদীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী শারমিন ক্লিনিকের সম্মুখে পৌঁছলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তাকে লক্ষ করে লাঠি দিয়ে এলোপাথারী আঘাত করে। কৌশলে আল-আমিন মটরসাইকেল নিয়ে আহত অবস্থায় স্থান ত্যাগ করে। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে লাঠি উদ্ধার করে। এ ঘটনায় আল-আমিন বাদি হয়ে গতকাল শুক্রবার সকালে গৌরনদী থানায় একটি সাধারন ডায়েরী করেন। গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত চলছে। হামলাকারীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।