আউশ চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলায় আউশ চাষের লক্ষ্যমাত্রা অর্জনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখনই আউশ চাষের সময় হলেও কৃষকেরা এখনো বীজতলাই তৈরি করেননি। খরা, ধানের দরপতন এবং কামলা, লাঙ্গল, তেল, সারসহ অন্যান্য কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে আউশ ধান চাষে কৃষক তাদের আগ্রহ হারাচ্ছে।

আউশ চাষী আবুল কাশেম, ইসমাইল শরীফ, আব্দুল হক ঘরামীসহ একাধিক চাষীরা জানান, খরার কারনে এখনো তারা বীজতলা তৈরি করতে পারেননি। এছাড়া কৃষি উপকরণের দাম বাড়ায় তারা কুলাতে পারছেন না বলেও উল্লেখ করেন। তারা আরো জানান, তারা আউশ আবাদ এবার করবের কি করবে না এ দ্বন্ধে ভুগছেন। কারন হিসেবে উল্লেখ করেন, বর্ষাকালের এই ধানে আর্দ্রতা বেশি থাকায় বাজারে এর দাম আরও কম পাওয়া যায়।

তবে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার মন্ডল বলেছেন অন্য কথা। তার মতে, কৃষকের মধ্যে আউশ চাষে যথেষ্ট আগ্রহ আছে। তারা ইতিমধ্যে বীজতলা তৈরি শুরু করেছেন। এ মাসেই চাষের কাজ শুরু হয়ে তা ১৫ জুলাই পর্যন্ত চলবে বলেও তিনি উল্লেখ করেন। জানা গেছে, প্রতিকূল পরিস্থিতির কারনে কৃষক আউশ চাষে ভরসা পাচ্ছেন না। একই কারনে গতবছরও আউশ চাষে এসব উপজেলায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।