গৌরনদীতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে দু’গ্র“পের মধ্যে তিন দফা হামলা ও সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় একটি বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিন ধানডোবা গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৈত্রিক জমিজমা নিয়ে ওই গ্রামের শাহাদাত খানের সাথে তার চাচাতো বোন আকলিমা বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।  এ নিয়ে উভয় গ্র“প বরিশাল সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক ওয়ারিশ হিসেবে জমি বন্টন করে দেয়। আকলিমা বেগমের মা আনোয়ারা বেগম অভিযোগ করেন, বিচারকের রায় অমান্য করে বৃহস্পতিবার বিকেলে শাহাদাতের লোকজন জোর পূর্বক পান বরজে প্রবেশ করে পান ভাঙ্গতে শুরু করে। এ নিয়ে উভয় গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়। হামলা ও সংঘর্ষে উভয় গ্র“পের ১০ জন আহত হয়। এর জেরধরে গতকাল শনিবার সকাল সাতটার দিকে শাহাদাতের লোকজন আকলিমার ভাই রুহুল আমীন খানের ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে লুটপাট করে। এ সময় হামলাকারীদের বাঁধা দেয়ায় পিটিয়ে ৫ জনকে আহত করা হয়। গুরুতর আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষ গৌরনদী থানায় পৃথক দুইটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।