মাহিলাড়া ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র পরিদর্শনে জন প্রশাসন সচিব

নিজস্ব সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সকল কর্মকান্ডে ডিজিটাল পদ্ধতি ব্যবহার ও তথ্য প্রযুক্তি সেবা দিয়ে বেশ অল্প দিনে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। ফলশ্রুতিতে তার ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র শনিবার সকালে পরিদর্শনে আসেন জন প্রশাসন সচিব আব্দুস সোবাহান সিকদার।

এসময় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জন প্রশাসন সচিব বলেছেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে। এধারা অব্যহত থাকলে অতি শীঘ্রই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। সচিব মাহিলাড়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবার কেন্দ্রের মান দেখে ভূয়শী প্রসংশা করেন। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদীর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, গৌরনদী থানার ওসি আবুল কালাম। বক্তব্য রাখেন আ’লীগ নেতা মামুন মোল্লা প্রমুখ।