অভিভাবকদের মাঝে আতঙ্ক – বরিশালের ছয় স্কুল ছাত্রীরহস্যজনক নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় গত এক মাসে ছয় স্কুল ছাত্রী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। এ ব্যাপারের পৃথক ভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। রহস্যজনক নিখোঁজের ঘটনায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী বান্ধাবাড়ি গ্রামের মামুন তালুকদারের কন্যা বান্ধাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী খাদিজা ও বাবুল তালুকদারের কন্যা স্কুল ছাত্রী লাকি তালুকদার গত ৫ জুন স্থানীয় বাজারের ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সেমিনারে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। অপরদিকে উপজেলার কাঠিরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বারপাইকা গ্রামের বাদল কির্ত্তনীয়ার কন্যা কেয়া কির্ত্তনীয়া (১৫) ও একই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী উত্তর বারপাইকা গ্রামের যাকব বাইনের কন্যা ডলি বাইন (১৪) গত ৫ মে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। অপরদিকে মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী নাঘার গ্রামের পুলিন হালদারের কন্যা তৃপ্তি হালদার (১২) ও কুড়ুলিয়া পাতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী সুধীর মধুর কন্যা পপি মধু (১৩) গত ২৫ মে পপির মামা বাড়ি নাঘার গ্রাম থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। এক মাসের ব্যবধানে আগৈলঝাড়ায় ছয় স্কুল ছাত্রী নিখোঁজ হওয়ায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।