উজিরপুর মডেল থানার ওসির বদলীর উড়ো খবরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল

উজিরপুর সংবাদদাতা ॥ উজিরপুর মডেল থানার জনপ্রিয় অফিসার ইন-চার্জ (ওসি) সুকুমার রায়ের সম্প্রতি অন্যত্র বদলীর উড়ো খবরে উজিরপুরের সাধারন জনসাধারন বিক্ষোভে ফেটে পরে। শতাধিক এলাকাবাসী গত দুইদিনে উপজেলার ইচলাদী বাসষ্টান্ডে, বামরাইল, ধামুরায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে। গত শুক্রবার জনপ্রসাশন সচিব আব্দুস সোবাহান সিকদার ব্যক্তিগত কাজে বরিশালে আসলে উজিরপুরের সাধারন জনগন খবর পেয়ে বামরাইল মহাসড়কে তার গাড়ি থামিয়ে ওসিকে উজিরপুর থানায় বহাল রাখার জন্য জোর দাবী জানান।

গতকাল শনিবার বেলা ১১ টার সময় ব্যক্তিগত কাজ সেরে সচিব মহোদয় ঢাকার উদ্দেশ্যে রওনা হলে খবর পেয়ে ইচলাদী বাসষ্টান্ডে শতশত নারী পুরুষ তার সাথে সাক্ষৎ করেন এবং (ওসিকে) উজিরপুর থানায় বহাল রাখার জন্য অনুরোধ জানান।

ওসি সুকুমার রায় উজিরপুর থানায় যোগদান করার পর থেকে সন্ত্রাসী, চুরি, ডাকাতি,ছিনতাই, চাঁদাবাজী, জুয়া, মাদক ব্যবসা বন্ধ হয়েছে। যার কারনে সাধারন জনগনের নিকট অতি প্রিয় হিসেবে পরিচিত। উজিরপুরবাসী ওসির বদলীর  উড়ো খবর পেয়ে বিক্ষোভে ফেটে পরে। তারা উর্ধতন মহলের কাছে জোর দাবী জানিয়েছেন যাতে তাকে অন্যত্র বদলী না করে আরো কিছুদিন উজিরপুর মডেল থানায় রাখা হয়।

DwRicyi g‡Wj _vbvi Iwmi e`jxi D‡ov Le‡i†Zvjcvi

wewfbœ ¯’v‡b we‡¶vf wgwQj|

 

DwRicyi cÖwZwbwat DwRicyi g‡Wj _vbvi RbwcÖq Awdmvi Bb-PvR© (Iwm) myKzgvi iv‡qi m¤cÖwZ Ab¨Î e`jxi D‡ov Le‡i DwRicy‡ii mvavib Rbmvavib we‡¶v‡f †d‡U c‡i| kZvwaK GjvKvevmx MZ `yBw`‡b Dc‡Rjvi BPjv`x evmóv‡Û, evgivBj, avgyivq gvbeeÜb Kg©m~Px cvjb K‡i‡Q| MZ ïµevi  RbcÖmvkb mwPe Avãym †mvevnvb wmK`vi e¨w³MZ Kv‡R ewikv‡j Avm‡j DwRicy‡ii mvavib RbMb Lei †c‡q evgivBj gnvmo‡K Zvi Mvwo _vwg‡q Iwm‡K DwRicyi _vbvq envj ivLvi Rb¨ †Rvi `vex Rvbvb| MZKvj I kwbevi †ejv 11 Uvi mgq e¨w³MZ KvR ‡m‡i mwPe g‡nv`q XvKvi D‡Ï‡k¨ iIbv n‡j Lei †c‡q BPjv`x evmóv‡Û kZkZ bvix cyi“l Zvi mv‡_ mv¶r K‡ib Ges (Iwm‡K) DwRicyi _vbvq envj ivLvi Rb¨ Aby‡iva Rvbvb| Iwm myKzgvi ivq DwRicyi _vbvq †hvM`vb Kivi ci †_‡K mš¿vmx,Pzwi, WvKvwZ,wQbZvB, Pvu`vevRx,Ryqv, gv`K e¨emv eÜ n‡q‡Q| hvi Kvi‡b mvavib RbM‡bi wbKU AwZ wcÖq wn‡m‡e cwiwPZ | DwRicyievmx Iwmi e`jxi  D‡ov Lei †c‡q we‡¶v‡f †d‡U c‡i| Zviv Da©Zb gn‡ji Kv‡Q †Rvi `vex Rvwb‡q‡Qb hv‡Z Zv‡K Ab¨Î e`jx bv K‡i Av‡iv wKQyw`b DwRicyi g‡Wj _vbvq ivLv nq|