সরকারি বরাদ্দ লুটপাট করতেই নাম সর্বস্ব ডিসি মিনিনেশন সভা ॥ ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা ॥ কাগজপত্র হালাল করে সরকারি বরাদ্দ লুটপাট করতেই মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নামসর্বস্ব সমন্বিত পুষ্টি স্বাস্থ্য কার্যক্রম বিষয়ক (ডিসি মিনিনেশন) সভা। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রন করে উপস্থিত ও সাদা প্রমেন্ট সিডে স্বাক্ষর নিয়েই কার্যক্রম শেষ করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন সভার সভাপতি গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খানসহ আমন্ত্রিত প্রতিনিধিরা।

সভায় আমন্ত্রিত প্রতিনিধি, আয়োজক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল মঙ্গলবার এক ডিসি মিনিশন সভার আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম শামছউদ্দিন উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের ৫০ জন প্রতিনিধিদের সভায় আমন্ত্রন করেন। সকাল ১১টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১২ টা পর্যন্ত সভা শুরু না হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করে সভাস্থল থেকে চলে যায়। পরে দুপুর পৌনে একটার দিকে উপস্থিত ২১ জন প্রতিনিধিকে নিয়েই সভায় কার্যক্রম শুরু করা হয়।
সভার শুরুতেই প্রকল্পের কনসালটেন্ড জাবেদ জাহাঙ্গীর তার স্বাগত বক্তব্যে বলেন,  এ সভার সার্পোটেড উপকরন আমাদের হাতে না পৌঁছায় আমরা তা সরবারহ করতে পারছি না। পরে দুপুর ১ টায় অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ খান মুসতাক আল মেহেদী বক্তব্য রাখেন। তার বক্তব্যের মধ্যেই আমন্ত্রিত প্রতিনিধিদের কাছ থেকে উপস্থিতি ও সাদা পমেন্ট সিটে স্বাক্ষর গ্রহন করেন আয়োজক কর্মকর্তারা। সভার আমন্ত্রিত প্রতিনিধিরা অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের নাম সর্বস্ব কার্যক্রম সরকারি অর্থ অপচয় করা ছাড়া আর কিছুই নয়। তাছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা বরাদ্ধকৃত অর্থ আত্মসাত করা উদ্দেশ্যেই এ কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রম জনগন ও সমাজের কোন কাজেই আসে না। অভিযোগের ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামছউদ্দিন জানান, অংশগ্রহনকারীদের উপকরন পরে পৌঁছে দেয়া হবে।