সন্ধ্যা নদীর ভাঙ্গন ঠেঁকাতে গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার রাক্ষুসী সন্ধ্যা নদীর ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে সরকারী ভাবে ব্যবস্থা গ্রহনের দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন করেছেন গ্রামবাসী। ভাঙ্গন কবলিত বড়াকোঠার চতল বাড়ি এলাকায় শত শত গ্রামবাসি প্রায় ঘন্টাকালব্যাপী এ মানববন্ধন করেন।

উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল জানান, গতকাল মঙ্গলবার সকাল দশটার দিকে ভাঙ্গন কবলিত চতলবাড়ি এলাকার ক্ষতিগ্রস্থ ৪৫০ টি পরিবারের জন্য জেলা প্রশাসকের জি.আর প্রজেক্টের চাল বিতরনের জন্য যাওয়া হয়। প্রথমে ক্ষতিগ্রস্থরা চাল না নিয়ে ওই এলাকার নদী ভাঙ্গন রোধে গত ৫ মাস পূর্বে প্রায় ২ কোটি টাকার টেন্ডার প্রজেক্টের কাজ শুরু করার জন্য নদীর পাড়ে প্রায় একঘন্টা মানববন্ধন করেন। পরে তিনিসহ ইউপি সদস্য হারুন অর রশিদ, ওয়ালিউল ইসলাম বাবুল, প্রধান শিক্ষিকা ইসরাত জাহান ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরন করেন। উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল জেলা প্রশাসকের কাছে ভাঙ্গন কবলিতদের সাহায্যার্থে আবেদন করলে জেলা প্রশাসক তার আবেদনের অনুকূলে ওই ৮ মেট্রিক টন চাল বরাদ্দ করেন।