বরিশালে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তার বিশেষ প্রতিনিধি, প্রেসক্লাব সদস্য ও দৈনিক জনকন্ঠের সাবেক জেলা প্রতিনিধি কাজী শামীমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার নগরীতে মানববন্ধন করা হয়েছে। বরিশাল সাংবাদিক সমাজের উদ্যোগে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সকাল দশটায় মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সভায় বক্তারা হামলাকারী সন্ত্রাসী ফাঁসি কামাল ও তার সহযোগীদের আগামি ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষনারও হুমকি দেয়া হয়।

বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মীর মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলী জসিম, সাধারন সম্পাদক নজরুল বিশ্বাস, ডেইলি নিউ এইজ এর বিশেষ প্রতিনিধি আনিসুর রহমান স্বপন, চ্যানেল ৭১ এর বরিশাল ব্যুরো প্রধান বিধান সরকার, দেশ টিভির বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ, দৈনিক ভোরের অঙ্গিকার পত্রিকার সম্পাদক এম.খান সুজন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হাসান সর্দার জুয়েল প্রমূখ।

উল্লেখ্য, দৈনিক জনকন্ঠে প্রকাশিত সংবাদের জেরধরে গত ৯ জুন সাবেক জেলা প্রতিনিধি কাজী শামিমের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায় নগরীর চিহ্নিত সন্ত্রাসী কতিথ টেম্পু শ্রমিক নেতা কামাল সরদার ওরফে ফাঁসি কামাল। এ ঘটনায় কাজী শামিম বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ রহস্যজনক কারনে এখনো কাউকে গ্রেফতার করতে পারেননি।