আহ্বায়ক কমিটির বর্ধিত সভা – আগৈলঝাড়া আওয়ামীলীগের কাউন্সিল শিঘ্রই অনুষ্ঠিত হবে

ওমর আলী সানি, আগৈলঝাড়া ॥ আগৈলঝাড়া আওয়ামীলীগের কাউন্সিল শিঘ্রই অনুষ্ঠিত হবে। এক যুগ পরে কমিটি গঠন কথা শুনে নেতাকর্মীদে মাঝে প্রাণচাঞ্চল্যতা দেখা দিয়েছে। কবে হবে কমিটি সে দিকে তাকিয়ে আছে আগৈলঝাড়া আওয়ামীলীগ। সাবেক চিফহুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক  আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ মানসম্মত সুন্দর কমিটি উপহার দিবেন এ আসা সকলার।

সভা সূত্রে জানা গেছে, গত ১১ জুন সোমবার  বিকেলে থেকে গভীর রাত পর্যন্ত আগৈলঝাড়ায় জেলা পরিষদ ডাকবাংলোয় উপজেলা আওয়ামীলীগ আহ্ববায়ক ইউসুফ মোল্লার সভাপতিতে আগৈলঝাড়া আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক চিফহুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক  আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। বিগত ২০০১ সাল থেকে প্রায় ১২ বছর আগৈলঝাড়ায় আওয়ামীলীগের কার্যক্রম চলছে আহ্বাবায়ক কমিটি দিয়ে। ফলে বছরের পর বছর ধরে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীসহ উপজেলা আহ্বাবায়ক কমিটি মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে বক্তারা প্রাণের নেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর কাছে তুলে ধরেন। নেতাকর্মীরা আরো বলেন, যোগ্য নেতাকর্মীদের মাঝ থেকে বাচাই করে আগামি নির্বাচনে কঠিন সময়কে মোকা বেলা করতে হবে তাই যারা মাঠে থাকবে তাদেরকে নিয়েই কমিটি গঠন করার অনুরোধ যানানো হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আহ্ববায়ক কমিটির সদস্য মো. মজিবুর রহমান সেরনিয়াবাত, মো. নূরুল হক মোল্লা, ড.নিলকান্ত বেপারী, আব্দুর রইচ সেরনিয়াবাত, আ. রশিদ শিকদার,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এসএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক লিয়াকত আলী হাওলাদার, যতিন্দ্র নাথ মিস্ত্রী, মো. আবদুর রশিদ মিয়া, আবুল বাশার হাওলাদার বাদশা, বাকাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি চিত্ত রঞ্জন মিস্ত্রি, বাগধা ইউনিয়ন সভাপতি এ.আর ফারুক বখতিয়ার, গৈলা ইউনিয়ন সভাপতি আক্কাস সরদার, সাধারণ সম্পাদক হালিম উজ্জামান হালিম, রতœপুর ইউনিয়ন সভাপতি অমিয় চৌধুরী, সাধারণ সম্পাদক গোলম মোস্তফা সরদার, বাগধাইউনিয়ন সম্পাদক মো. ইউনুস মিয়া সহ প্রমুখ। সভায় প্রধান অতিথী আবুল হাসানাত আবদুল্লাহ সংগঠনের সার্থে শিঘ্রই কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানান। এজন্য সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। তবে কবে নাগাদ কাউন্সিল অনুষ্ঠিত হবে এব্যাপারে কোন তারিখ জানা যায়নি। তারিখ নির্ধারণ না করায় আবার নতুন করে সংশয় প্রকাশ করেছেন একাধিক নেতৃবৃন্দ। কারণ, গত ৬ মাস আগেও এভাবেই কাউন্সিল করার কথা বলা হলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে অনেকে জানিয়েছেন।