নিরাপদ সড়কের দাবীতে কুয়াকাটা সমূদ্র সৈকতে দীর্ঘ মানববন্ধন – যোগাযোগ ও নৌ মন্ত্রীর পদত্যাগ দাবী

 

নিরাপদ সড়কের দাবীতে কুয়াকাটা সমূদ্র সৈকতে দীর্ঘ মানববন্ধন - যোগাযোগ ও নৌ মন্ত্রীর পদত্যাগ দাবী

এম.মিরাজ হোসাইন/আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা থেকে ॥ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও নৌ পরিবহন মন্ত্রী শ্রমিক নেতা শাহজাহান খানের পদত্যাগের দাবী করে কুয়াকাটা সমুদ্র সৈকতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কুয়াকাটা প্রেসক্লাব। দেশব্যাপি অব্যাহত সড়ক দূর্ঘটনা বন্ধের দাবীতে বুধবার সকালে ঐ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানব বন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সড়ক দূর্ঘনায় যারা স্বজন হারিয়েছে তারাই বুঝেন যন্ত্রনা কত নির্মম। সরকারের কাছে বারবার চালকদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ ও সচেতন করার দাবী জানিয়ে আসলেও কোন ফল পাওয়া যায়নি। দিন দিনই সড়ক দূর্ঘটনায় লাশ ও পঙ্গুতের সংখ্যা বাড়ছে। লাশের মিছিল বন্ধ না করতে পারলে যোগাযোগ ও শ্রমিক নেতা নৌ পরিবহন মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অদক্ষ ঐ মন্ত্রীদের আসকারায় চালকরা বেপরোয়া হয়ে ওঠায় দেশ ব্যপি প্রতিদিনই বাড়ছে সড়ক দূর্ঘটনা।

মানববন্ধন কর্মসূচীতে বক্তৃতা করেন সুপ্রিমকোর্টের সাবেক সিনিয়র বিচারপতি জয়নুল আবেদীন, দৈনিক স্বাধীন মত পত্রিকার সম্পাদক ড.খন্দকার আলী আজম,নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন, মানবাধিকার ব্যুরোর মহাসচিব ড.শাহজাহান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ওসান গ্রুপ লিমিটেড এর কুয়াকাটার প্রকল্প পরিচালক ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট প্রমূখ। পরে কুয়াকাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে তার বক্তৃতায় বলেন, যাত্রীরা সচেতন হলে ৪০ থেকে ৫০ শতাংশ সড়ক দূর্ঘটনা কমে যাবে। আমাদের অসচেতনার কারনে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা বেড়েই চলছে। তিনি বলেন, আমাদের ভাবতে হবে সময়ের মূল্য বেশি না কি জীবনের মূল্য বেশি? আপনারা যদি জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি মনে করেন তাহলে সড়ক দূর্ঘটনায় মারা গেলে আমার কিছু বলার নেই।