আগৈলঝাড়ার চাল কালোবাজারে পাচারের সময় আটক

দেলোয়ার সেরনিয়াবাত ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা খাদ্য গুদাম থেকে কালোবাজারে চাল পাচারের সময় ট্রাক ভর্তি ৩৩৯ বস্তা চাল আটক করেছে ডিবি পুলিশের সদস্যরা। বুধবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের বালিগ্রাম এলাকার কর্নপাড়া নামকস্থানে বসে কালোবাজারের চালসহ আটককৃত ড্রাইভার মান্নান মোল্লাকে (৫০) ও ট্রাক থানায় সোপার্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আগৈলঝাড়া উপজেলা খাদ্য গুদাম থেকে খাদ্য কর্মকর্তার যোগসাজসে কালকিনির পৌর এলাকার দক্ষিন কৃষ্ণনগর মহল্লার দুলাল বেপারী ও কুষ্টিয়া জেলার খুকসা উপজেলার আনোয়ার হোসেন ১৮ মেট্রিক টন চাল কালোবাজারে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের ডিবি পুলিশের এস.আই গাজী সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে। এ ঘটনায় উল্লেখিত তিন জনসহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জনকে আসামি করে কালকিনি থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকার্ত শাহ আলম চৌধুরী বলেন, ডিওর মাধ্যমে আমার গুদাম থেকে মালামাল উত্তোলনের পর বাহিরে কি হয়েছে তা আমার দেখার বিষয় নয়।