বাংলাদেশ জুয়েলার্স সমিতি বরিশাল জুয়েলারী ব্যবসায়ীদের ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা ॥ চুরি ও ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার ও দোষী ব্যক্তিদের শাস্তি দেয়াসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় শনিবার বরিশালেও জুয়েলারী ব্যবসায়ীদের ধর্মঘট পালিত হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির আহ্বানে শনিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বরিশাল জেলা শাখার আহ্বায়ক আলী জসিম জানান, সমিতি আওতাভুক্ত নগরীর ৮০টি দোকানসহ বরিশাল জেলার সকল জুয়েলারী ব্যবসায়ী তাদের দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করছে। ধর্মঘটের কারন হিসেবে তিনি জানান, দিনের পর দিন সারাদেশের জুয়েলারী দোকানগুলোতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেই চলছে। এর প্রতিবাদে গত ৯ জুন ঢাকায় কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী পূর্ন দিবস ধর্মঘট পালিত হচ্ছে।