প্রধানমন্ত্রীর নির্দেশে বরিশাল সিটি মেয়রের হস্তক্ষেপে মুক্তিযোদ্ধা খালেকের উন্নত চিকিৎসা

বরিশাল সংবাদদাতা ॥ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন’র হস্তক্ষেপে আজ উজিরপুরের দুস্থ্য, অসহায় ও অসুস্থ মুক্তিযোদ্ধা খালেক হাওলাদার (৮০) কে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বেলা ১২ টায় সিটি মেয়র অসুস্থ্য মুক্তিযোদ্ধা খালেক হাওলাদারের উজিরপুেরর বাড়িতে তাঁকে দেখতে যান এবং উন্নত চিকিৎসার জন্য এ্যম্বুল্যন্সে করে বরিশালে নিয়ে আসেন। বর্তমানে তাঁকে শেবাচিম হাসপাতালের পঞ্চম তলার ২৫ নম্বর কেবিনে ডা: এস এম সাইফুজ্জামান রুবেলের তত্তাবধানে আছেন। এসময় সিটি মেয়র শওকত হোসেন হিরন বলেন, বর্তমানে ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রভাবে সত্যিকারের মুক্তিযোদ্ধারা আজ অসহায়ভাবে দিন কাটাচ্ছে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের স্বপক্ষের সরকার। মুক্তিযোদ্ধাদের কোন প্রকার অবমাননা সরকার সহ্য করবেনা। তাই আজ আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে এসেছি। এসময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ: খালেক আজাদ, সম্পাদক এসএম জামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, উপজেলা হেলÍ অফিসার সুনিল কুমার প্রমুখ।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ব্যাপারে প্রধানমন্ত্রী বরিশালের মেয়রকে মুক্তিযোদ্ধা খালেকের উন্নত চিকিৎসার জন্য নির্দেশ দিলে মেয়র আজ উজিরপুরে ছুটে যান।