বরিশালে বিআইডব্লিউটিএ’র মতবিনিময়সভা

শুভব্রত দত্ত, বরিশাল ॥ যাত্রীসেবার মানউন্নয়নে বরিশাল বিআইডব্লিউটিএ’র উদ্যেগে নগরীতে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় নগরীর বন্দর ভবনে বরিশাল বিআইডব্লিউটিএ’র উর্ধতন উপ-পরিচালক মো: আফরাফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. সামসুদ্দোহা খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিআইডব্লিউটিএ’র প্রধান প্েরকৗশলী হাসান তারেখ মাহমুদ ও জুলুউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে ড. সামসুদ্দোহা খোন্দকার বলেন, আমাদের বিআইডব্লিউটিএ’র যাত্রীসেবা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে হবে। নদী পথের উন্নয়নের জন্য ড্রেজিং কাজের গতি আরো বাড়াতে হবে। এ জন্য যত বাধা আসুক না কেন আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র তত্তাবধায়ক প্রকৌশলী মন্জুর হোসেন, উপ-পরিচালক (হিসাব) মো: রহমাতুল্লাহ, সহকারী বন্দর কর্মকর্তা আবুল বাষারসহ বরিশাল বিআইডব্লিউটিএ’র বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।