মাদারীপুরে অস্ত্র আইনে এক চরমপন্থির নেতার ১০ বছর কারাদণ্ড

গৌরনদী অফিস ॥ মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আতাউর রহমান আজ সোমবার দুপুরে র‌্যাব-৮-এর দায়ের করা একটি মামলায় শিবচর উপজেলার বহেরাতলা গ্রামের খোরশেদ ফরাজীর পুত্র রোমান ফরাজী (৩৫) নামের এক চরমপন্থি নেতাকে ১০ বছর কারাদণ্ড প্রদান করেছেন।
মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট সুজিত চ্যাটার্জী বাপ্পী জানান, ২০০৯ সালের ১১ মার্চ র‌্যাব-৮ রোমান ফরাজীকে আমেরিকান তৈরি রিভলবারসহ আটক করে। ওইসময় র‌্যাবের এস.আই মোফাজ্জেল হোসেন বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য, রোমান ফরাজীর বিরুদ্ধে চাঞ্চল্যকর মাদারীপুরের দত্তপাড়া ফাঁড়ি লুট, ৪টি হত্যা ও ১টি ধর্ষণের মামলা বিচারাধীন রয়েছে। সে শিবচর উপজেলার চরমপন্থি অধ্যুষিত এলাকা নিলখীসহ পাশ্ববর্তী এলাকার মুর্তিমান আতংক।