বরিশালে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের মানববন্ধন – দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান

নিজস্ব সংবাদদাতা ॥ আগামি ৩০ জুনের মধ্যে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানিয়ে বুধবার সকালে বরিশালে মানববন্ধন করেছের জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের নেতৃবৃন্দরা।

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে (সদর রোডে) মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম। বক্তব্য রাখেন অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র কুন্ডু, নূরুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের দাবি অনুযায়ী বাড়ি ভাড়া ৫০ ভাগ বৃদ্ধি, চিকিৎসা ভাতা ৭’শ টাকা করা, প্রতি বছর একটি ইনক্রিমেন্টসহ দুটি পূর্ণাঙ্গ বোনাস প্রদানের ঘোষণা চলতি বাজেটেই বাস্তবায়ন করার জন্য হুশিয়ারী উচ্চারন করেন। নতুবা তাবা বড় ধরণের কর্মসূচী দিবেন বলেও উল্লেখ করেন।