বরিশালে অস্ত্রসহ আটক ইনফ্রা পলিটেকনিক ইনষ্টিটিউটের দু’শিক্ষার্থীকে বহিস্কার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে ধারালো অস্ত্রসহ পুলিশের হাতে আটক ইনফ্রা পলিটেকনিক ইনষ্টিটিউটের দু’ শিক্ষার্থীকে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিস্কার করা হয়েছে। আজ বুধবার দুপুরে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নগরীর সিএন্ডবি রোডে অবস্থিত ইনফ্রা পলিটেকনিক ইনষ্টিটিউটের পরিচালক মোঃ ইমরান। বহিস্কৃতরা হচ্ছে-কম্পিউটার বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মেহেদী হাসান ওরফে সোলাইমান (২০) ও ইলেকট্রনিক্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র গোলাম মাওলা বাবু (২০)।

পুলিশ জানায়, গোলাম মাওলা বাবু স্বরূপকাঠী পৌর শহরের ৫নং ওয়ার্ডের মৃত শামসুল হকের পুত্র এবং মেহেদী হাসান ওরফে সোলাইমান মেহেন্দিগঞ্জের কালিকাপুরের বাসিন্দা নুর মোহাম্মাদ জমাদ্দারের পুত্র। কোতয়ালী মডেল থানার ওসি শাহেদুজ্জামান জানান, কোতয়ালী মডেল থানার আওতাভুক্ত বগুড়া পুলিশ ফাঁড়ির একটি টহল দল মঙ্গলবার রাত দশটার দিকে নতুন বাজার এলাকার মথুরানাথ পাবলিক বিদ্যালয়ের সামনে তল্লাশী চালায়। এ সময় ওই এলাকায় বসে দু’শিক্ষার্থীকে তল্লাশী চালিয়ে পুলিশ তাদের কাছে থাকা (দু’শিক্ষার্থীর) স্কুল ব্যাগ থেকে দুটি বগি দা উদ্ধার হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক আবু তাহের বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

ewikv‡j A¯¿mn AvUK

`yÕwk¶v_x©‡K ewn¯‹vi

wbR¯^ msev“vZv, †MŠib`x, 20 Ryb \ewikv‡javiv‡jv A¯¿mn cywj‡ki nv‡Z AvUK Bbd«v cwj‡UKwbK BbwówUD‡Ui `yÕ wk¶v_©x‡K IB wk¶v cÖwZôvb †_‡K ewn¯‹vi Kiv n‡q‡Q| MZKvj eyaevi `ycy‡i G wm×vš— †bqv n‡q‡Q e‡j Rvwb‡q‡Qb bMixi wmGÛwe †iv‡W Aew¯’Z Bbd«v cwj‡UKwbK BbwówUD‡Ui cwiPvjK †gvt Bgivb| ewn¯‹…Ziv n‡”Q-Kw¤úDUvi wefv‡Mi PZz_© e‡l©i QvÎ †g‡n`x nvmvb Ii‡d †mvjvBgvb (20) I B‡jKUªwb· wefv‡Mi Z…Zxq e‡l©i QvÎ †Mvjvg gvIjv evey (20)|

cywjk Rvbvq, †Mvjvg gvIjv evey ¯^iƒcKvVx †cŠi kn‡ii 5bs Iqv‡W©i g„Z kvgmyj n‡Ki cyÎ Ges †g‡n`x nvmvb Ii‡d †mvjvBgvb †g‡nw›`M‡Äi KvwjKvcy‡ii evwm›`v byi †gvnv¤§v` RgvÏv‡ii cyÎ| †KvZqvjx g‡Wj _vbvi Iwm kv‡n`y¾vgvb Rvbvb, †KvZqvjx g‡Wj _vbvi AvIZvfy³ e¸ov cywjk duvwoi GKwU Unj `j g½jevi ivZ `kUvi w`‡K bZzb evRvi GjvKvi g_yivbv_ cvewjK we`¨vj‡qi mvg‡b Zj­vkx Pvjvq| G mgq IB GjvKvq e‡m `yÕwk¶v_x©‡K Zj­vkx Pvwj‡q cywjk Zv‡`i Kv‡Q _vKv (`yÕwk¶v_x©i) ¯‹zj e¨vM †_‡K `ywU ewM `v D×vi nq| G NUbvq Dc-cwi`k©K Avey Zv‡ni evw` n‡q GKwU gvgjv `v‡qi K‡ib|