গোপনে সরকারি ঔষধ বিক্রয় – বরিশালে স্বাস্থ্য কেন্দ্রের স্যাকমোকে ধোলাই

নিজস্ব সংবাদদাতা ॥ সরকারি ঔষধ গোপনে বিক্রয়কালে বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের স্যাকমোকে বুধবার রাত দশটার দিকে ধোলাই দিয়েছে স্থানীয় জনতা। একপর্যায়ে উত্তেজিত গ্রামবাসী স্যাকমো আবুল কালাম আজাদকে স্বাস্থ্য কেন্দ্রে অবরুদ্ধ করে দু’ঘন্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেছেন। খবর পেয়ে রাত বারোটার দিকে পুলিশ স্যাকমো আবুল কালাম আজাদ ও সরকারি ঔষধক্রয়কারী বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের খলিসাকোটা গ্রামের সামসুল হককে উদ্ধার করে।

ওটরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল জানান, ওই কেন্দ্রের স্যাকমো আবুল কালাম আজাদ প্রায়ই সরকারি বিনামুল্যের ঔষধ গোপনে বিক্রি করে আসছিলো। বুধবার রাত দশটার দিকে বিনামুল্যের ঔষধ স্যাকমো আবুল কালাম আজাদের কাছ থেকে ক্রয় করে সামসুল হক কেন্দ্র থেকে বের হয়। এ সময় স্থানীয় জনতা তাদের দু’জনকেই হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। একপর্যায়ে তারা দু’জনেই আত্মরক্ষার্থে দৌড়ে স্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করে। পরবর্তীতে উত্তেজিত জনতা কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। রাত বারটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দু’জনকেই উদ্ধার করে। উজিরপুর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, জনতার অবরুদ্ধর হাত থেকে উদ্ধারকরা দু’জনের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।