৫ মিনিট ছায়াহীন সূর্য – বরিশালে কর্কট ক্রান্তি দিবস ক্যাম্প উদ্যাপন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে কর্কট ক্রান্তি দিবস পালন করেছে অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন বরিশাল শাখা। গতকাল বৃহস্পতিবার সকালে থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাতেম আলী কলেজ সংলগ্ন শহীদ আলমগীর ছাত্রাবাস সংলগ্ন এলাকায় এ ক্রান্তি দিবস উদ্যাপন ক্যাম্পের আয়োজন করা হয়।

বছরের সব থেকে বড় দিন অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যদিনগুলোর তুলনায় এ দিনটিতে বেশী সময় সূর্য থাকে। জ্যোর্তিবিদরা এই দিনটিকে কর্কট ক্রান্তি দিবস হিসেবে আখ্যা দেয়ার কারন হিসেবে অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠনের সদস্য সায়েম সাঈদ জানান। জ্যোর্তিবিদরা কর্কট রেখাকে একটি কাল্পনিক রেখা হিসেবে কল্পনা করেন। এই দিনে ককর্ট রেখার ০ (zero degree) ডিগ্রী কোনে সূর্য অবস্থান করে বিধায় কোন ছায়া দেখা যায়না। সায়েম সাঈদ আরো জানান, বেলা ১২টার প্রায় ১০/১৫ মিনিট পূর্ব সময় থেকে এ প্রক্রিয়াটি শুরু হয়। ঠিক দুপুর ১২টায় কর্কট রেখার ০ডিগ্রী কোনে সূর্য যখন পৌছায় তখন যে কোন বস্তু বা প্রানীর যে ছায়া পরার কথা তা দেখা যাবেনা। এমন সময়ের স্থায়ীত্ব বড়জোর ৫মিনিট। সারাদেশের ন্যায় অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন বরিশাল শাখাও তাদের আয়োজনে কর্কট ক্রান্তি দিবসে মানুষের ছায়া না পরার বিষয়টি পরীক্ষা করে দেখতে এবং এ সময় সূর্যের তাপমাত্রার কি পরিমান বৃদ্ধি বা হ্রাস ঘটে তা পরীক্ষা করতে আয়োজন করে দিবসটি উদ্যাপনের। অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন বরিশাল শাখার সমন্বয়ক রাশেদুল হাসান সিহাবের সভাপতিত্বে বৈজ্ঞানিক পর্যবেক্ষন করেন জ্যোর্তিবিজ্ঞান শাখার বরিশাল শাখার সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ, অনিসন্ধিৎসু শাখার সভাপতি আল-আমিন, সদস্য আজিজুল হক সিকদার, মোঃ মুরসালিন সিফাত, প্রিতম কর্মকর, সৈয়দ নাজেশ আফরোজ প্রমূখ।