ফরম সংকটের কারনে এবারো জাতীয় পরিচয়পত্রে অর্ন্তভূক্ত হতে পারেনি অনেকেই

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় হালনাগাত জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় ফরম সংকটের কারনে অসংখ্য নতুন ভোটাররা এবারও ভোটার হতে পারেননি বলে অভিযোগ পাওয়াগেছে। ভোটার বঞ্চিত গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের মাহবুব মুন্সিসহ একাধিক ব্যক্তিরা জানান, তাদের গ্রামসহ উপজেলার ৫টি ইউনিয়নের অনেকেই ভোটার হালনাগাতের তালিকায় অর্š—ভূক্ত হতে পারেননি। তালিকা তৈরীর পরে গত ১৮ জুন থেকে গৈলা ইউনিয়ন পরিষদে ছবি তোলার কাজ শুরু হয়। গত ২১ ও ২২ জুন ওই ইউনিয়নে দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে ভোটার হতে না পারা লোকজন ফরম সংগ্রহ করতে গেলে ফরম সংকটের কারনে কর্মকর্তাদের সাথে তাদের বাকবিতন্ডা হয়। গৈলা ইউনিয়নের প্রায় দু’শতাধিক নতুন ভোটার এবারও ভোটার হতে পারেননি।

এ ব্যাপারে ভোটার তালিকা হাল নাগাত করনের ওই ইউনিয়নের দায়িত্বে থাকা সুপারভাইজার জেসমিন বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় দেয়ার পর নিজে কথা না বলে অন্য একজনকে দিয়ে কথা বলায়। উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দয়িত্ব) মোঃ মনিরুজ্জামান মনিরের সাথে যোগাযোগ করা হলে তিনি উল্লেখিত অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, আমরা উপজেলার  প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ৪ হাজার ৭’শ ৩৭ জনের ফরম পূরন করেছি। এছাড়া ১৯’শ ২৩ জন ভোটারকে রেজিষ্টার ভূক্ত করেছি। ফরম সংকটের কারনে যদি কোন নতুন ভোটার বাদ পরে তবে তাদেরকে নির্বাচন কমিশনের নীতিমালা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে আবেদন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।