বরিশালের ২৪টি ভাসমান পরিবারকে পুর্ণবাসিত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন ২৪টি ভাসমান পরিবারকে পুর্ণবাসিত করার পরিকল্পনা গ্রহন করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। সে লক্ষ্যে ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার চর কাউয়া এলাকার সরকারি খাস জমি থেকে ৫’শ শতক জমি বরাদ্দ এবং বিসিসি’র পক্ষ থেকে এ সকল পরিবারকে স্থানান্তরের জন্য দু’লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

বিসিসি সূত্রে জানা গেছে, এ সকল ভাসমান পরিবার দীর্ঘদিন যাবত নগরীর আমতলা মোড়ের মুক্তিযোদ্ধা পার্কের আশেপাশে বিচ্ছিন্নভাবে বসবাস করে আসছিলো। এতে পার্কের সৌন্দর্য বর্ধন বাঁধাগ্রস্ত ও দর্শনার্থীদের নিরাপত্তার অভাব দেখা দেয়ায় ওইসব পরিবারকে পুনর্বাসনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। গতকাল রবিবার সকালে বিসিসি’র প্যানেল মেয়র কে.এম শহিদুল্লাহ জানান, পার্কের সুস্থ্য স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্যই এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।