পাশের হার বাড়লেও শিক্ষার মানোন্নয়ন ঘটাতে সরকার ব্যর্থ ড. মোশাররফ

মাহ্ফুজ ইসলাম শিপ্লু, দাউদকান্দি ॥ বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের পাবলিক পরীক্ষায় পাশের হার বাড়লেও শিক্ষার গুণগত মানোন্নয়ন ঘটাতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। বর্তমানে দেশের শিক্ষার মান খুবই হতাশাব্যঞ্জক। জিপিএ- ৫ পেয়েও ছাত্র-ছাত্রীরা ভাল কলেজে ভর্তি হতে পারছে না। মানের উন্নয়ন না হলে মাত্রাতিরিক্ত পাশ দিয়ে কোন লাভ নেই। স্বাধীনতার পর আ.লীগ সরকার বই দেখে লিখে শতভাগ পাশ করিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধবংস করেছিল। বর্তমান শিক্ষা ব্যবস্থাও সেই ইঙ্গিত বহন করছে। এতে জাতি শংকিত। তিনি আজ রোববার কুমিল্লার দাউদকান্দি সদরে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
ড. মোশাররফ বলেন, সরকারের ঘোষিত শিক্ষানীতিতে শিক্ষা সহায়ক কর্মসূচী নেই। ফলে ছাত্র রাজনীতিতে অবাধে ভর্তি বানিজ্য, সিট দখল ও টেন্ডারবাজিসহ অনৈতিক কর্মকান্ডের চর্চা হচ্ছে। আমরা যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম, তখন শিক্ষাঙ্গনে এসব অনৈতিক কর্মকান্ড কখনোই অনুমোদন করিনি। এদেশে নকলমুক্ত পাবলিক পরীক্ষা ব্যবস্থা আমরাই প্রতিষ্ঠিত করেছি।

কলেজের অধ্যক্ষ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ড. মো: জাকির হোসেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান কেএমআই খলিল, শাহ্জাহান চৌধুরী, ড. মোশাররফ ফাউন্ডেশনের পরিচালক ড. খন্দকার মারুফ হোসেন, একেএম সামছুল হক, আবুল হাসেম চেয়ারম্যান প্রমূখ।