নিজস্ব সংবাদদাতা ॥ জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট বরিশাল জেলা শাখার উদ্যোগে ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে।
বেলা এগারোটায় অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখ থেকে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে ফ্রন্টের নেতা-কর্মীরা। স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যদের মধ্যে সংগঠনের বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম, অধ্যাপক গৌরঙ্গ চন্দ্র কুন্ডুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।