বরিশালের বধ্যভুমিকে আধুনিকায়ন করার ঘোষনা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ২০১২-২০১৩ অর্থ বছরের প্রাকবাজেট নিয়ে গতকাল বুধবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরীর বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে বেলা এগারোটায় অনুষ্ঠিত সভায় সিটি কর্পোরেশনের সচিব মাহামুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন বক্তার প্রশ্নের জবাব দেন বিসিসির মেয়র শওকত হোসেন হিরন। মেয়র নগর উন্নয়নে তার পরিকল্পনার সফলতা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে ঘোষণা করেন, সাধ্য অনুযায়ী নগরীর পরিবেশ রক্ষা, বর্ধিত এলাকার আরো উন্নয়নসহ নগরীকে বাসযোগ্য হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও সিটি কর্পোরেশন এলাকায় অবহেলিত বৃদ্ধদের কল্যানে একটি বৃদ্ধাশ্রম নির্মান ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ৩০ গোডাউন এলাকার বধ্যভুমিকে সংস্কার করে আধুনিকায়ন করার ঘোষনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে মত প্রকাশ করে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাবেক সভাপতি এস.এম ইকবাল, সম্পাদক লিটন বাশার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি অরুপ তালুকদার, সম্পাদক কাজী আবুল কালাম আজাদ, সাংবাদিক মিন্টু বসু, আকতার ফারুক শাহিন, সুশান্ত ঘোষ, মুরাদ আহমেদ, পুলক চ্যাটার্জী, বাসস’র জেলা প্রতিনিধি শুভব্রত দত্ত, হুমায়ুন কবির, সাইফুর রহমান মিরন, প্যানেল মেয়র আলতাফ মাহমুদ, কাউন্সিলর সুলতান মাহমুদ, মীর জসিম উদ্দিন, আকতারুজ্জামান হিরু, কাওসার বিশ্বাস, ফরিদ আহমেদ, সৈয়দ জাকির হোসেন জেলাল, আলম তাজ বেগম, সালমা আক্তার শিলা, আয়শা তৈহিদা লুনা, তৌহিদুল ইসলাম বাদশা, রউফুল আলম নোমান, কাজী নইমুল হোসেন লিটু প্রমুখ।