বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দাবিতে আধাঘন্টা থমকে ছিলো গৌরনদী

নিজস্ব সংবাদদাতা ॥ স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষি মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের স্বপ্ন বরিশাল উত্তর জনপদের মহাকুমা ও ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ গৌরনদীকে জেলা বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকালে আধাঘন্টা থমকে ছিলো গৌরনদী। বন্ধ ছিলো দক্ষিণাঞ্চলের সাথে সড়ক পথের যোগাযোগ।

গৌরনদী জেলা বাস্তবায়ন সংগ্রাম গৌরনদীকে জেলা দাবীপরিষদের উদ্যোগে সকাল এগারোটায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে থানার সম্মুখে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এ সময় মহাসড়কের দু’পার্শ্বে তীব্র যানজটের সৃষ্টি হয়। মানববন্ধন কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষনা করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এবং সর্বস্তরের জনসাধারন স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেন।

গৌরনদী জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি টি.এম আলতাব হোসেন, ঘাতক দালাল নির্মুল কমিটির উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল হক খান, পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, যুগ্ন সম্পাদক খোকন আহম্মেদ হীরা, ছাত্রলীগ নেতা ইমরাত খান, যুবদল নেতা শরীফ সফিকুর রহমান স্বপন প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭৫ সনের ১ জানুয়ারি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষি মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত গৌরনদী জেলা ঘোষনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই বছরের ১৫ আগস্ট ভয়াল কালো রাতে হত্যাকান্ডের মধ্যদিয়ে গৌরনদীবাসীর সে স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য অনতিবিলম্বে গৌরনদীকে জেলা ঘোষনা করা হোক। অন্যথায় তারা কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করারও হুমকি দিয়েছেন।