Menu Close

বরিশালে বাল্য বিবাহ-যৌন হয়রানী প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ গ্রহন

নিজস্ব সংবাদদাতা ॥ বাল্য বিবাহ, যৌন হয়রানী, যৌতুক বিরোধী আন্দোলনসহ সামাজিক সমস্যা নিয়ে বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ ছিদ্দিকিয়া কামীল মাদ্রার শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে শিক্ষার্থী ও অভিভাবকেরা বাল্য বিবাহ ও যৌন হয়রানীর প্রতিরোধ করার শপথ গ্রহন করেন।

ইসলামিক মিশন ও ফাউন্ডেশনের গৌরনদী শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামীল মাদ্রার অধ্যক্ষ মাওলানা আবু সাইদ মোঃ কামেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান। প্রধান আলোচক ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম। বক্তব্য রাখেন ইসলামিক মিশন গৌরনদী শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুর রহিম আকন, কাছেমাবাদ মাদ্রার প্রভাষক মনিরুল ইসলাম, শিক্ষার্থী জেসমিন আক্তার, মিরাজুল ইসলাম প্রমুখ।