নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল জেলা পষিদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোখলেসুর রহমানের কনিষ্ট পুত্র শেয়ার ব্যবসায়ী মাসুক উর রহমান সুমন (৪০) গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্ল¬াহির…..রাজিউন)। তিনি স্ত্রী ও ৬ বছর বয়সের একপুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। সুমনের অকাল মৃত্যুতে বরিশাল জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, মহানগর আ’লীগের আহবায়ক ও সিটি মেয়র শওকত হোসেন হিরন, জনতা ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।