বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নে যুবলীগ নেতার ওপর জামায়াত নেতার হামলা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজিত প্রার্থী ও স্থানীয় প্রভাবশালী জামায়াত নেতা মিজানুর রহমান আজাদী ওরফে মজনু মাওলানা ৭নং ওর্য়াড যুবলীগের সভাপতি স্বপন মৃধা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলীম মৃধার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সূত্রে জানা গেছে, গত ১৬ জুন ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নিজের পরাজয়কে সহজভাবে মেনে নিতে পারেননি উপজেলার চরাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সন্তোষদী গ্রামের মৃত মফেজ উদ্দিন প্যাদার পুত্র জামায়াত নেতা মিজানুর রহমান আযাদী ওরফে মজনু মাওলানা। এ ঘটনার জেরধরে বুধবার রাতে সন্তোষদী বাজারে বসে বিজয়ী প্রার্থী ও ম্যানেজিং কমিটির সদস্য আলীম মৃধা ও তার সহযোগী স্বপন মৃধার ওপর পরিকল্পিত ভাবে জামায়াত নেতা মজনু মাওলানা ও তার সহযোগীরা হামলা চালায়। হামলাকারীরা লোহার রড দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে স্বপন ও আলী মৃধাকে গুরুতর আহত করে। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।