ক্যাশ বাক্স ভেঙ্গে টাকা চুরি – টরকী বন্দরে চোরকে গনধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী টরকী বন্দরে একটি ভূসা মালের দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে টাকা চুরি করে অন্য দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে টাকা নেয়ার সময় হাতে নাতে এক চোরকে ব্যবসায়ীরা আটক করে গনধোলাই দেয়। পরবর্তীতে শিপন মল্লিক (২৪) নামে)চোরকে পুলিশের কাছে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টরকী বন্দরের ভূসামাল ব্যবসায়ী লুৎফর রহমান ক্যাশ বাক্স তালা দিয়ে জুমার নামাজ আদায় করতে যায়। এ  ফাঁকে একটি সংঘবদ্ধ চোর চক্র তার ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়। এর পর দোহা এন্টারপ্রাইজের মালিক আলহাজ্ব দিদার হাওলাদার একই ভাবে নামাজ পড়তে যান। এ ফাঁকে তার ক্যাশ বাক্স ভেঙ্গে টাকা নেয়ার সময় পাশ্ববর্তী দোকান্দার শেখর দত্ত বনিক দেখতে পায়। শেখর দোকান থেকে উঠে আসতে আসতে চোর পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া করে শিপন মল্লিককে আটক করে। জনতা গনধোলাই দিয়ে লুণ্ঠিত আংশিক টাকাসহ পুলিশের কাছে সোপর্দ করে। ধৃত শিপন মল্লিকের বাড়ি শরীয়াতপুর জেলার সখিপুর থানার চরপাইয়াতলী গ্রামে। সে ওই গ্রামের মৃত সিরাজ মল্লিকের পুত্র।