গৌরনদীতে র‌্যাবের হাতে বিপুল পরিমান গাঁজাসহ একজন আটক – ১০ টি গাঁজার গাছ উদ্ধার

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের র‌্যাব-৮ গৌরনদী বড়কসবা গ্রামে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার সকালে গৌরনদী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পৌর এলাকার কসবা মহল্লার একটি পান বরজ থেকে ১০ টি তাজা গাঁজার গাছ উদ্ধার করেছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

র‌্যাব সুত্রে প্রকাশ ১ নং কোম্পানীর র‌্যাব-৮ একটি দল শুক্রবার রাতে গৌরনদী এলাকায় টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রড়কসবা এলাকার গাঁজা ব্যবসায়ী মো. করিম চোকদারের বসত ঘরে অভিযান চালায়। এ সময় তার বসত ঘর থেকে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মো. করিম চোকদারকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মশিউর রহমান বাদি হয়ে শুক্রবার গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন। গতকাল করিম চোকদারকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। সে ওই গ্রামের মৃত গয়জদ্দিন চোকদ্দারের পুত্র। অপর দিকে গৌরনদী থানা পুলিশ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা মহল্লার চান্দু হাওলাদারের বান বরজের মধ্যে থেকে ১০ টি তাজা গাঁজার গাছ উদ্দার করে।