নিজস্ব সংবাদদাতা ॥ নিজেকে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারনার মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে পালানোর সময় শুক্রবার দুপুরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ভন্ড জ্বিনের বাদশা রনি খান (২৮)। তার বাড়ি মাদারীপুর সদরের খোয়াজপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত মুসাই খানের পুত্র। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের দিনমজুর প্রফুল্ল ওঝার হাড়ভাঙ্গার চিকিৎসার কথা বলে নিজেকে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারনার মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় রনি খান ও তার সহযোগীরা। একইভাবে বাকাল ইউনিয়ন আ’লীগের সভাপতি চিত্ত রঞ্জন মিস্ত্রি, একই গ্রামের আশা লতা রানী, সন্ধ্যা রানী, কালু বাড়ৈ, সুধীর রঞ্জন সহ ১৭ জনের কাছ থেকে প্রতারনার মাধ্যমে ভন্ড রনি ও তার সহযোগীরা লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিপুল দাস বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে খবর দেয়। আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে ভন্ড জ্বিনের বাদশা ও তার সহযোগীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এসময় পুলিশ ধাওয়া করে জ্বিনের বাদশা রনি খানকে আটক করলেও অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় প্রফুল্ল ওঝা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।