বরিশালে কাতার প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ ॥ তিনটি ঘর ভস্মিভুত

নিজস্ব সংবাদদাতা ॥ পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের লোকজনে শুক্রবার গভীর রাতে কাতার প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অগ্নিকান্ডে তিনটি ঘর সম্পূর্ন ভস্মিভুত হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ লাখ টাকা। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকায়।

উপজেলার ধানডোবা গ্রামের বাসিন্দা ও কাতার প্রবাসী কাজী বোরহান উদ্দিন তোতা জানান, দীর্ঘ ২৫ বছর পূর্বে টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী মৌজায় রাধু রায় ও অনিল সাহার কাছ থেকে তিনি ৭২ শতক জমি সাব কবলা মূলে ক্রয় করেন। জমি ক্রয়ের পর কিছু অংশে কয়েকটি ঘর তুলে ভাড়া দেন। কাজী বোরহান উদ্দিন তোতা অভিযোগ করেন, পূর্ব শত্র“তার জেরধরে তার প্রতিপক্ষের লোকজনে শুক্রবার রাত ১ টার দিকে তার বাড়ির পানির লাইন কেটে দেয়। পরবর্তীতে তার ভাড়াটিয়া নব সাহার চৌচালা টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। গৌরনদী ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় একঘন্টা আপ্রান চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এরই মধ্যে পর পর তিনটি ঘর ও ঘরের মধ্যে থাকা মূল্যবান মালামাল পুড়ে যায়। যার ক্ষতির পরিমান প্রায় ৫ লাখ টাকা। আগুন নেভাতে গিয়ে স্থানীয় গোলাম মোস্তফা, নব সাহা, রুস্তুম আলীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তিনি আরো অভিযোগ করেন ২০ দিন পূর্বে একই বাড়ির অপর ভাড়াটিয়া নারায়ন চন্দ্র সাহার ঘরে একইভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছিলো। এ ঘটনায় কাজী বোরহান উদ্দিন তোতা বাদি হয়ে গতকাল শনিবার গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গৌরনদী থানার উপ-পরিদর্শক আবুল হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।